ট্রাফিক পুলিশকে হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার আরও ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ট্রাফিক পুলিশকে হেনস্থা করার অভিযোগে আরো দুইজনকে  গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য শনিবার এক অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছিল।

রবিবার বিকেলে গোপন সংবাদ এর ভিত্তিতে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে এবং সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের যৌথ উদ্যোগে আমতলী থানা এলাকা থেকে আরো দিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম দীপ্তনু দাস এবং অভিজিৎ পাল। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।