BRAKING NEWS

জাতীয় টেনিস প্রতিযোগিতায় ত্রিপুরার তুইজিলাং চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা রাজ্যের উদীয়মান টেনিস খেলোয়াড় তুইজিলাং দেববর্মা শিলচরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশন আয়োজিত ন্যাশনাল রেঙ্কিং অনূর্ধ্ব ১৮ বছর বয়সের সিঙ্গেলস ও ডাবলস দুই বিভাগের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের  পাশাপাশি ত্রিপুরা রাজ্যের নাম উজ্বল করেছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত খেলায় আজ ফাইনাল ম্যাচে তুইজিলাং ৬ – ৪, ১ – ৬, ৬ – ২ সেট পয়েন্টে আসাম রাজ্যের রিয়ান কয়শ্যাপ কে হারিয়ে সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয় এবং তুইজিলাং & রিয়ান জুটি ডাবল বিভাগে ২ – ৬, ৬ – ৩, ১০ – ৭ পয়েন্টে জ্যোতিষ্মান বড়ো & রামানুজ তালুকদার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সারা রাজ্যে জুড়ে টেনিস খেলাকে এগিয়ে নিয়ে যেতে এবং পুরু রাজ্যে জুরু ত্রিপুরা স্কুল টেনিস অভিযান ও শুরু করেছে। ডন বস্কো, আসাম রাইফেলস, শিশু বিহার, উমাকান্ত এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সহ বেশ কয়েকটি স্কুলে হয়েছে ফ্রী কোচিং ক্যাম্প যেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলার উপকারিতা সম্পর্কে জানতে পারে এবং পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে সুস্থ থাকার সাথে মন ও ভাল থাকে সেই বার্তা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে। মালঞ্চ নিবাস স্থিত টেনিস কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছে তুইজিলাং আজ তারই ফল স্বরূপ এই দ্বীমুকুট জয় এবং এই জয়ে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এর সমস্ত সদস্যরা উজ্বল ভবিষ্যতের সাথে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের উদীয়মান খেলোয়াড়কে। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *