ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রত্যাশিত জয় পেয়েছে ত্রিপুরার মেয়েরা। যদিও প্রতিপক্ষ ছিল গ্রুপের দুর্বলতার দল অরুণাচল প্রদেশ। তবে প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ঝাড়খন্ড ও বাংলার কাছে পরাজয়ের পর তৃতীয় ম্যাচের মাথায় এধরনের ৪৪ রানের ব্যবধানে জয়ী হওয়া অনেকটাই সুখকর খবর। শীর্ষস্থানে উন্নীত হয়ে মূল পর্বে খেলা অধরা ঠেকলেও অনূর্ধ্ব ১৯ ত্রিপুরা মহিলা ক্রিকেট দল অনেকটা মিশ্র সাফল্য পেতে চাইছে। চন্ডিগড়ে সেক্টর ২৬ ক্রিকেট গ্রাউন্ডে মহিলা অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ই-গ্রুপের খেলায় টস জিতে ত্রিপুরার মেয়েরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে দলের পক্ষে দলনেত্রী অস্মিতা দাস সর্বাধিক ১৭ রান পায়। এছাড়া, দেবস্মিতা চৌধুরীর ১৪ রান, অন্তরানী জমতিয়ার ১২ রান, গিয়া মন্ডলের ১১ রান, অভিধা বর্ধনের ১০ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৩ রান অনেকটা কাজে এসেছে। অরুণাচলের বোলার মেদুম ২৪ রানে দুটি উইকেট পেয়েছিল। এছাড়া, চুখো আনম, ইয়ান এবং মনীষা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশের মহিলা ক্রিকেট দল যথেষ্ট চেষ্টা করলেও ত্রিপুরার বোলারদের বিশেষ করে অন্তরানী এবং রিফু, পারমিতাদের দাপটে বেশিদূর এগোতে পারেনি। ১৬.৪ ওভার খেলে ৬৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বৈষ্ণবী সর্বাধিক ২৪ রান এবং তাডার ওমু ১৭ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় ত্রিপুরার কাছে মুখ থুবড়ে পড়তে হয়। ত্রিপুরা দলের অন্তরানী নোয়াতিয়া ১২ রানে তিনটি উইকেট তুলে নেয়। এছাড়া রিফু দেববর্মা ও পারমিতা চক্রবর্তী পেয়েছে একটি করে উইকেট। ত্রিপুরা দল ৪৪ রানের ব্যবধানে দারুন জয় পেয়ে পুরো ৪ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। গ্রুপ লীগের অন্য খেলায় উত্তর প্রদেশ ২৬ রানের ব্যবধানে ঝাড়খণ্ডকে এবং বাংলা ৫১ রানের ব্যবধানে রাজস্থানকে পরাজিত করেছে।