জয়পুরে ভিনু মাঁকড় ট্রফি ক্রিকেটে ত্রিপুরা জম্মু-কাশ্মীর ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্যে মরিয়া ত্রিপুরার ছেলেরা। জয়পুরে অনূর্ধ্ব ১৯ জাতীয় এক দিবসীয় তথা ভিনু মাঁকড় ট্রফি ক্রিকেটে আগামীকাল ত্রিপুরা জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলবে। উল্লেখ্য, জাতীয় আসরে নামার আগে রাজ্য দলের ছেলেরা কয়েকটি প্রস্তুতি ম্যাচের পর অনূর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেটে ত্রিপুরা দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট চূড়ান্ত দলের নেতৃত্বে দ্বীপজয় দেব। ডেপুটির ভূমিকায় দেবাংশু দত্ত। ১৫ সদস্য বিশিষ্ট চূড়ান্ত দল জয়পুরেই পার্সোন্যালদের সঙ্গে জয়পুরেই রয়েছে। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব ১৯ জাতীয় ভিনু মাঁকড় ট্রফির খেলা ৪ থেকে ১২ অক্টোবর জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে। ১৫ সদস্য বিশিষ্ট রাজ্য দলটি হলো : দ্বীপজয় দেব (ক্যাপ্টেন ও উইকেট কিপার), দেবাংশু দত্ত (ভাইস ক্যাপ্টেন ও উইকেট কিপার), আয়ুষ অনিল দেবনাথ, শশীকান্ত বিন, রায়হান আহমেদ আরমান, রোহন বিশ্বাস, রাকেশ রুদ্র পাল, অর্কর্জিত রায়, রিয়াদ হোসেন, সৌরভ সাহা, তনয় মন্ডল, রাহুল সূত্রধর, অভিক পাল, শুভজিৎ সঞ্জীব দাস, অভিরাজ বিশ্বাস। সাপোর্ট পার্সোন্যাল হিসেবে রয়েছেন ম্যানেজার কাম অবজারভার দেবজ্যোতি দত্ত, লজিস্টিক ম্যানেজার বিবেক ভট্টাচার্য, কোচ অমিতাভ বিলাশকর, সন্দীপ ব্যানার্জি, সুবল চৌধুরী, ফিজিও রাজেশ কুমার মোদক, ট্রেইনার উত্তম দে। বলা বাহুল্য, ত্রিপুরা দলের দ্বিতীয় ম্যাচ ৬ অক্টোবর, তামিলনাড়ুর বিরুদ্ধে। ৮ অক্টোবর তৃতীয় ম্যাচ মিজোরামের সঙ্গে। ১০ অক্টোবর চতুর্থ ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশাল বিরুদ্ধে।‌ গ্রুপ লীগের শেষ ম্যাচ ১২ অক্টোবর ত্রিপুরা, পাঞ্জাব পরস্পরের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *