নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ অক্টোবর: খোয়াইয়ের স্বনামধণ্য চিত্র বাণী অঙ্কন স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশাল ক্যানভাস ড্রয়িং এর মধ্য দিয়ে মুল পর্বের অনুষ্ঠানের সূচনা হয় মহালয়ার সাত সকালে।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা শাসক সুশ্রী চারু, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, কাউন্সলার পিযুষ কান্তি চৌধুরী, প্রবীন চিত্রশিল্পী সুবোধ চৌধুরী, প্রবীণ নাট্য ব্যক্তিত্ব অভিক প্রসাদ চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত চিত্রশিল্পী গভ কলেজ অব আর্ট ও ক্রাফ্ট শ্যামল চক্রবর্তী।
সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্বনামধণ্য চিত্রশিল্পী অমল নাথশর্মা। প্রথমেই ৬ জন অতিথির হাতে ফুল তুলে দিয়ে উনাদের ক্যানভাস ড্রয়িং স্থলে নিয়ে ৬ জন কুশিলব। মহালয়ার প্রাকলগ্নে এরপর শুরু হয় বিশাল ক্যানভাসে রঙ ভরার কাজ।
প্রথমেই মহকুমা শাসক থেকে শুরু করে সমস্ত অতিথিগণ ক্যানভাসে নিজেদের মতো করে রঙ দেন এবং পরবর্তী পর্যায়ে ক্ষুদে চিত্রশিল্পীরা একে একে নিজেদের সেরাটা তুলে ধরে। এরপর দ্বিতীয়ার্ধে হয় প্রশিক্ষণ শিবির এবং সন্ধ্যায় ক্ষুদে শিল্পীদের নিয়ে হয় আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের দ্বিতীয় দিনও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শংসাপত্র ও মেডেল প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি হবে দুদিনব্যাপী অনুষ্ঠানের।