নিজেদের জওয়ান পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ আটক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ অক্টোবর: দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছে মাছমারার উত্তম চাকমা। তার বিরুদ্ধে অভিযোগ কখনো বিএসএফ সেজে কখনো টিএসআর সেজে মানুষের সাথে প্রতারণা করে চলেছে। গতকাল রাত অর্থাৎ মঙ্গলবার রাতে ধর্মনগরের অফিসটিলা থেকে সাধারণ মানুষরা এই প্রতারককে পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে ধর্মনগর থানায় পূর্বেই বেশ কিছু অভিযোগ ছিল।

গত ২৭ সেপ্টেম্বর ট্রেনে আসার সময় এক মহিলার কাছ থেকে সে একটি মোবাইল ছিনিয়ে নেয়। এই বলে মোবাইলটি নেই যে তার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে। একথা বলে মোবাইলে কথা বলতে বলতে মোবাইল নিয়ে মানুষের মাঝে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। এছাড়াও বিভিন্ন সময় এই ধরনের প্রতারণামূলক কাজ করে সে। একের পর এক কখনো বিএসএফের পোশাকে কখনো টিএসআর এর পোশাকে  মানুষের সাথে প্রতারণা করে চলেছে মাছমারার এই যুবক।

মঙ্গলবার ধর্মনগরের অফিসটিলা এলাকায় মানুষের সন্দেহ হলে মানুষ তাকে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। ধর্মনগর থানার পুলিশ তদন্ত ক্রমে বের করে সে প্রকৃতপক্ষে কোন জওয়ান নয়, একজন প্রতারক। পূজার ঠিক আগ মুহূর্তে এই জাতীয় প্রতারকের প্রতারণায় মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে।