রাস্তা নির্মান, পানীয়জল সরবরাহ এবং নিয়মিত বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ সেপ্টেম্বর:
রাস্তা নির্মান, পানীয়জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক রাখার দাবীতে একসাথে পাঁচটি গ্রামের মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিক্ষোভের ফলে কয়েক শত গাড়ি আটকে পড়ে এবং পাঁচ শতাধিকেরও বেশী নিত্য যাত্রীরা আটকে পড়েন। ঘটনা কৈলাসহরের উজান জলাই এলাকায়।

অবরোধকারী গ্রামবাসীরা জানান যে, কৈলাসহরের ঊনকোটি এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের অধীনে ধাতুছড়া, পি.জি.পি কলোনি পাড়া, ভুরসি পাড়া, নলো হালাম পাড়া এবং তৈলেনবাড়ি সহ এই পাঁচটি গ্রামে মূলত হালাম এবং দারলং সম্প্রদায়ের মানুষদেরই বসবাস রয়েছে এবং এই ৫টি গ্রামে প্রায় দুইশো পরিবারের বসবাস রয়েছে।

এই ৫টি গ্রামের মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা রয়েছে। এবং এই রাস্তাটি মাটির রাস্তা। এই ৫টি গ্রামের একমাত্র মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে একেবারে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। যার ফলে ছোটো কিংবা বড় কোনো ধরনের গাড়ি কিংবা এম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে পারছে না দীর্ঘদিন ধরে।

এরই মধ্যে যদি সামান্য বৃষ্টি হয়ে যায় তাহলে তো বলেই লাভ নেই। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় এডিসি ভিলেজের কর্তৃপক্ষের সাথে এবং স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করার পরও মাটির রাস্তাটি পাকা রাস্তায় রুপান্তরিত হয়নি কিংবা মাটির রাস্তাটির সংস্কার করা হয়নি। এনিয়ে গোটা ৫টি গ্রামেই দীর্ঘদিন ধরে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে।

তাছাড়া সংশ্লিষ্ট ৫টি গ্রামে স্থায়ীভাবে স্থানীয় এডিসি ভিলেজের পক্ষ থেকে কিংবা পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ কোনো ধরনের পানীয়জলের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। এছাড়াও এই ৫টি গ্রাম প্রায় সময়ই বিদ্যুৎহীন অবস্থায় থাকে। বিশেষকরে যেদিন থেকে কৈলাসহরের বিদ্যুৎ পরিসেবার দায়িত্ব বেসরকারি সংস্থা সাই কম্পিউটারের হাতে তোলে দেওয়া হয়েছিলো, সেদিন থেকেই এই সংশ্লিষ্ট ৫টি গ্রামে বিদ্যুৎ পরিসেবা একেবারেই তলানিতে চলে গেছে বলে গ্রামবাসীরা জানান। এই তিন দফা দাবিতে ৫টি গ্রামের মানুষ ত্রিশ সেপ্টেম্বর সোমবার বেলা এগারোটা থেকে কৈলাসহরের উজান জলাই এলাকায় কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে।

এই বিক্ষোভ প্রদর্শনে গ্রামের পুরুষের পাশাপাশি মহিলারাও সামিল হয়েছেন। অবরোধকারীরা জানান যে, যতক্ষন অব্দি জেলাশাসক অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে দাবী গুলো বাস্তবায়নের আশ্বাস দেয়নি ততোক্ষন অব্দি রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান অবরোধকারীরা। অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে হাজির হয়েছেন কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী। পুলিশি হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
________