রাজ্যে পাচারের পথে প্রায় ২ কোটি টাকার হেরোইন সহ ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর:
পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ক‌রিমগ‌ঞ্জে। এবার ত্রিপুরায় পাচারের পথে সুপ্রাকান্দিতে বা‌জেয়াপ্ত করা হল বৃহৎ পরিমানে হেরোইন। পুলিশ সুপারের নেতৃত্ব চলা অভিযানে প্রায় দুই কোটি টাকা মু‌ল্যের ড্রাগস সহ গ্রেফতার করা হ‌য়ে‌ছে ত্রিপুরার এক যুবককে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচা‌রে ব্যবহার করা একটি বিলাসী বাহনও।

করিমগঞ্জে পুলিশের কাছে গোপন খবর ছিল বৃহৎ পরিমানে হেরোইন পাচার করা হবে। সেই সুত্ৰে ধরে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে সদর পুলিশ এবং নিলামবাজার পুলিশ র‌বিবার রা‌তে অভিযানে নেমে সুপ্রাকান্দি এলাকায় একটি স্কোরপিও গাড়ি আটক করে তাতে তাল্লাশি চালিয়ে ৩৫৫ গ্রাম় হেরোইন জব্দ করে। এ‌তে জ‌ড়িত থাকার দায়ে আটক করা হয় ত্রিপুরার রাহুল গোয়ালা নামের এক যুবককে।পুলিশ ধৃ‌তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু করেছে।