পূর্ব বর্ধমান, ২৬ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের তাজপুর গ্রামের হারুন মোল্লা এবং মাঝেরগ্রাম পঞ্চায়েতের সিহিগ্রামের মেহেরুন মোল্লার (২৬) মধ্যে বিবাহ হয়। বৃহস্পতিবার পারিবারিক অশান্তির জেরে মেহেরুন মোল্লা বিষ পান করে। পরিবারের লোকেরা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।
স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মেহেরুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন। এই সময়, হাসপাতালের চত্বরে মেহেরুনের ভাইয়ের সঙ্গে হারুন মোল্লার তর্কাতর্কি শুরু হয় যা দ্রুত মারপিটে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় থানায় খবর দেওয়া হলে, থানার আইসি বিপ্লব পতি ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি শান্ত করেন।
হারুন মোল্লাকে থানায় নিয়ে যাওয়া হয়, এবং মেহেরুন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

