BRAKING NEWS

পুলিশি তৎপরতায় জয়নগরে উদ্ধার ২৪০ বস্তা  নকল সিমেন্ট, গ্রেফতার দুই

জয়নগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায় তল্লাশি চালিয়ে নামি কোম্পানির প্রচুর নকল সিমেন্ট উদ্ধার করল জয়নগর থানার পুলিশ।  বুধবার বিকেলে জয়নগর থানার আই সি পার্থসারথি পালের নির্দেশে ও এস আই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে জয়নগরের কাকাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।  সেখানে এক ব্যক্তির গোডাউন থেকে উদ্ধার হয় ২৪০ বস্তা নকল সিমেন্ট। ঘটনায় গোডাউনের মালিক আসগর আলী মোল্লা এবং ট্রাক চালক রথীন বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকেই বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।  প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে গাড়ির চালক রথীন বৈদ্য কুলপি থানার পূর্ব বড়জবেরিয়ার বাসিন্দা এবং সিমেন্ট গোডাউনের মালিক আসগর আলী মোল্লা জয়নগর থানার অন্তর্গত কাকাপাড়ার বাসিন্দা। আসগর আলী ওই সিমেন্ট কোথা থেকে আনছিল এবং কাদের সেই নকল সিমেন্ট   বিক্রি করতো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। তদন্তের স্বার্থে আদালতের কাছে অভিযুক্ত আজগর আলী মোল্লাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *