কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : জিবি বৈঠকের পর রাজ্য সরকারের কাছে ফের চিঠি। একাধিক বক্তব্য লিখিত আকারে পাঠানো চিঠির বয়ানে রয়েছে। পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে সবকিছু মানা হয় নি। যদিও তা ছিল রাজ্যবাসীর সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নতির স্বার্থেই। এই মুহূর্তে সরকারের কাছে তাদের দাবি, জুনিয়র চিকিৎসকদের অবিলম্বে তা পূরণ করতে হবে। বুধবার ই মেল মারফৎ সকালের দিকেই তা পাঠানো হয়েছে। এ বিষয়ে হস্তক্ষেপ চেয়েছেন জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলি। তাদের বক্তব্য, গত রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যভবনের সামনে জমায়েত চিকিৎসকদের সামনে উপস্থিত ছিলেন। মৌখিকভাবে তিনি জানান, রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হল। যদিও এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। পরে তা গঠন হবে কিনা, নবগঠিত সমিতির ভূমিকা ও সদস্যদের বাছাই করার পদ্ধতি কেমন হবে এ প্রশ্ন রয়েই যাচ্ছে। তেমনই আগামী দিনে স্বাস্থ্য দফতরের দুর্নীতি রুখে দিতে আদৌ তা কতটা কার্যকর হবে তা নিয়ে সুস্পষ্টভাবে জানাতে হবে। তবে সরকারিভাবে এর কিছুই বলা হয়নি। স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের ও পদত্যাগ দাবি করা হয়েছে। ওই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। এমতাবস্থায় আন্দোলন কর্মসূচি থেকে সরে আসার কোনও প্রশ্ন নেই বলে স্পষ্টভাবে দুপুরে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা ।
2024-09-18