কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): আন্দোলনের ৪০তম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকার সব দাবিপূরণ করেছে। এবার কাজে ফিরুন। এ কথা জানিয়ে তিনি লিখেছেন, প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। তাঁদের সমস্ত দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন অভিষেক। কিন্তু এবার আমজনতার কথা ভেবে কাজে যোগ দিন ডাক্তাররা।
ইতিমধ্যে রাজ্যও যে প্রতিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কাজ শুরু করেছে তাও উল্লেখ করেছেন অভিষেক।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের রেকর্ডের কথাও মনে করিয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক। অভিষেকের কথায়, “গত ১০ বছরে সিবিআইয়ের রেকর্ডই বলছে, তাঁরা একটিও তদন্তর নিষ্পত্তি করতে পারেনি। যার অর্থ ন্যায় বিচার দিতে দেরি করা মানে তা অস্বীকার করা।’ এরপরই আর জি কর মামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।