দেরাদুন, ১৭ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে বদ্রী-কেদার মন্দির কমিটির (বিকেটিসি) তত্ত্বাবধানে বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়।
বদ্রী-কেদার ধামের অধীনস্থ ওমকারেশ্বর মন্দির, নরসিংহ মন্দির, যোশীমঠ, দ্বিতীয় কেদার মদমহেশ্বর, তৃতীয় কেদার তুঙ্গনাথ, বিশ্বনাথ মন্দির, গুপ্তকাশী সিদ্ধপীঠে বিশেষ পূজা করা হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং দেশের সুখ, সমৃদ্ধি প্রার্থনা করেছেন। বিকেটিসি সভাপতি অজেন্দ্র অজয় বলেন, বদ্রীনাথে প্রধানমন্ত্রীর নামে পূজা করা হয় এবং কেদারনাথ ধামে রুদ্রাভিষেক ও ষোড়শপচার পূজা করা হয়।

