আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগরস্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন করেছেন।
আজ দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। গোটা দেশের সঙ্গে রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে পুজিত হচ্ছেন দেব শিল্পীl আজ প্রতি বছরের মতো এবছর ও আর কে নগরস্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয়েছে। সাথে অস্ত্র পূজাও করা হয়েছে।
এদিন মূলত সারা বছর জওয়ানরা অস্ত্র হাতে সুরক্ষা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রতিপালন করে থাকেন। সেই জন্যই এই পূজার আয়োজন করেছেন।