মাস কয়েক ধরে বন্ধ সামাজিক ভাতা, অবিলম্বে ভাতা পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর:
গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোরনগর রায়পাড়া এলাকার লোকজন সামাজিক ভাতা থেকে গত কয়েক মাস ধরে বঞ্চিত। তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন ভাতা বঞ্চিত পরিবারের লোকজনরা।

গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর রায়পাড়া এলাকার রায়ধন সরকার এবং হিরনবাসী সরকার  দীর্ঘদিন ধরে  বৃদ্ধ ভাতা পেতেন। তারা সেই ভাতার টাকা প্রতিমাসে ঔষধ কেনার কাজে লাগাতেন। কিন্তু গত চার মাস ধরে আচমকা কোন এক অজ্ঞাত কারণে তাদের বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যায়।  তারা জম্পুইজলা আর ডি ব্লকে গিয়ে পুনরায় ভাতা চালু হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।  ব্লক থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল তাদের ভাতা নাকি খুব শীঘ্রই আবার চালু হয়ে যাবে।

কিন্তু ভাতা থেকে বঞ্চিত রয়েছেন রায়ধন সরকার এবং হিরনবাসী সরকার। পাশাপাশি হিরনবাসী সরকারের ৬৪ বছরের ছেলে  ঠাকুরধন সরকার গত এক বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। তিনিও ভাতার জন্য একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছিলেন  তখন উনাকে আশ্বাস দেওয়া হয়েছিল যেহেতু উনি একজন ক্যান্সার আক্রান্ত রোগী তাই খুব শীঘ্রই উনাকে ভাতা প্রদান করা হবে। কিন্তু এখনো পর্যন্ত উনি ভাতা পাননি। তাই অবিলম্বে যেন তাদের বৃদ্ধ ভাতাগুলি পুনরায় চালু করা যায়, তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *