স্বামীর শেষকৃত্য চলাকালীন মৃত্যু  স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: স্বামীর শেষকৃত্য চলাকালীন মৃত্যু হল স্ত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিশালগড় শ্রমিক কলোনি  এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে।

স্বামীর শেষকৃত্য চলাকালীন মৃত্যু হয়েছে স্ত্রীর।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে বিশালগড় শ্রমিক কলোনি এলাকায়। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দীর্ঘ এক সপ্তাহ পূর্বে কীটনাশক ঔষধ খেয়ে স্ত্রী রুমা দাস আত্মহত্যা করার চেষ্টা করে। প্রথমে চরম পদক্ষেপ নেওয়ার পর জিবিতে তার চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে শনিবার শ্বশুরবাড়ির লোকজনের হুমকির পর স্বামী অভিজিৎ বিশ্বাস নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ।

ময়নাতদন্তের জন্য ঝুলন্ত অবস্থা থেকে অভিজিত বিশ্বাসের মৃতদেহ নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে রবিবার। বিশালগড় মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর বটতলা মহাশ্মশানে স্বামীর শেষকৃত্য চলাকালীন জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ত্রী রুমা দাস। গোটা ঘটনায় এলাকায় শোকের  ছায়া নেমে আসে।

ReplyForwardAdd reaction