জন্মবার্ষিকীতে এম বিশ্বেশ্বরায়কে শ্রদ্ধাজ্ঞাপন ওডিশার মুখ্যমন্ত্রীর

ভুবনেশ্বর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতরত্ন স্যার এম. বিশ্বেশ্বরায়কে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।রবিবার সমাজ মাধমের একটি পোস্টে ওডিশার মুখ্যমন্ত্রী লেখেন, দূরদর্শী প্রকৌশলী এবং রাষ্ট্রনায়ক, ভারতরত্ন স্যার এম. বিশ্বেশ্বরায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে ইঞ্জিনিয়ারস দিবস লিখে মোহন চরণ মাঝি আধুনিক ভারত গঠনে অগ্রণী ভূমিকা পালনকারী সমস্ত ইঞ্জিনিয়ারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।