আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সাম্প্রতিক বন্যা জনিত কারণে রাজ্যের ৮টি জেলায় বিদ্যুৎ দপ্তরের (ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড) মোট ৬৩৮ কোটি ১৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আজ এই তথ্য দিয়েছে টিএসইসিএল ।
দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গত ১৯ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ক্ষতি হয়েছে ৩৭১ কোটি ৭৪ লক্ষ টাকা। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের ক্ষতি হয়েছে ৩৭ কোটি ২৫ লক্ষ টাকা এবং ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের ক্ষতি হয়েছে ২২৯ কোটি ১৭ লক্ষ টাকা।
এরমধ্যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার নষ্ট হয়েছে ৩৬১১টি। বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে গিয়েছে, ৫০৫৭ কিলোমিটার। বিদ্যুতের খুঁটি ভেঙেছে ৬৮০৩টি। পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হয়েছে ৫টি। আন্ডারগ্রাউন্ড ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৪.৫ কিলোমিটার। এলটি এবি ক্যাবল নষ্ট হয়েছে ৮০৫২ কিলোমিটার। ব্রেকার নষ্ট হয়েছে ৭২ টি। পিভিসি তার নষ্ট হয়েছে ২৭৩০ কিলোমিটার।
বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রে এই ব্যাপক বিপর্যয় সামলে উঠে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এবং সহযোগী সংস্থা সমূহ ইতিমধ্যেই বিদ্যুৎ পরিষেবা প্রায় স্বাভাবিক করে নিয়েছে। তবে অমরপুর এবং বিলোনিয়া বিভাগের কয়েকটি গ্রামীণ এলাকায় এখনো রাস্তাঘাট পুননির্মাণ না হওয়ার কারণে এবং কয়েকটি জায়গায় খুঁটি বসানোর মত পরিস্থিতি না থাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায়নি। এর মধ্যে বিলোনিয়ার ঋষ্যমুখ উপ-বিভাগের ধনঞ্জয় নগর ভিলেজ কমিটি এবং রাধানগর এলাকায় এখনো বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। তবে বিদ্যুৎ নিগমের কর্মী এবং আধিকারিকেরা লাগাতার ভাবে মহকুমা প্রশাসনের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছেন। বিদ্যুতের খুঁটি বসানো এবং তার টানার মত পরিস্থিতি তৈরি হলেই সেখানে বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক করা হবে। সবমিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত প্রায় 99% এর উপর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। বাদবাকি এক শতাংশ জায়গায় আগামী কয়েক দিনের মধ্যেই পরিষেবা স্বাভাবিক করা হবে।
ReplyForwardAdd reaction |