আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে। তাই আগামী ২৩ সেপ্টেম্বর সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ক্রিস্টেফোর তিলক, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা।
সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ক্রিস্টেফোর তিলক বলেন, ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও পুর্নবাসন নিয়ে প্রশাসনের উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে।
এদিন তিনি আরও বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুন্ঠন করে চলেছে। কংগ্রেসের বহু কর্মী আহত হয়েছে। রাজ্যে গনত্রন্ত্র বলে কিছুই নেই। জবরদখল করে পঞ্চায়েতে সবকটি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। তাছাড়া, জনগণকে ভোটদানে বাধা দিয়েছে বিজেপির কর্মী সর্মথকরা। কিন্তু পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তাছারা, প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। রাজ্যে নারীরা সুরক্ষিত নয়। এরই প্রতিবাদে আগামী ২৩ সেপ্টেম্বর সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করবে কংগ্রেস।