নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: দুর্গাপূজার প্রাক্কালে রাজধানী আগরতলা শহর এলাকায় হকার উচ্ছেদ অভিযানে নেমেছে আগরতলা পুর নিগম। দুর্গাপূজাকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে আগরতলা শহরের নেতাজির চৌমুহনী রোড সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযানে নেমেছে আগরতলা পুর নিগম।
যারা অবৈধভাবে ব্যবসা করছে ও অবৈধভাবে ঘর তুলে রেখেছে সরকারি জায়গাতে, তাদেরকে উঠিয়ে দেওয়া হয় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলার পুর নিগমের সহকারী কমিশনার সাজ্জাদ আলী জানিয়েছেন, অবৈধভাবে রাস্তা দখল করে যারা ব্যবসা করছেন তাদের উচ্ছেদ করা হয়েছে এদিন। প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তায় পসরা সাজিয়ে বসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।