BRAKING NEWS

করিমগঞ্জে শিশু সুরক্ষা সচেতনতা ও শিবির আয়োজন করতে সভা

করিমগঞ্জ (অসম) ১১ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলায় শিশু সুরক্ষায় সচেতনতা ও শিবির আয়োজন করতে বুধবার করিমগঞ্জ জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সহযোগী বিভাগগুলিকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সভাপতিত্বে তার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় করিমগঞ্জের সহকারি আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়মনাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুশ্রম, শিশু বিবাহ, অবৈধ দত্তক, শিশু নিখোঁজ, শিশু নিগ্রহ, পরিত্যক্ত শিশু, পকসো আইন, শিশু অপহরণ, শিশুদের ভিক্ষাবৃত্তি ইত্যাদি স্পর্শকাতর বিষয় নিয়ে বিগত ও চলতি বছরের মামলাগুলি সম্পর্কে পরিসংখ্যান তুলে ধরেন এতে শিশু শ্রমের মামলা ছাড়া অন্য মামলাগুলির গ্রাফ নিম্নগামী বলে দেখা যায়। এতে জানানো হয় যে শিশু সুরক্ষায় শিশুশ্রম, শিশু বিবাহ, শিশু পাচার এবং শিশুদের নিগ্রহ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলা হবে। পাশাপাশি শিশুদের সুরক্ষায় থাকা আইনি ব্যবস্থা ও সুরক্ষা পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করা হবে। এই কার্যসূচির অধীনে ১৭ সেপ্টেম্বর চাইল্ডেথন কার্যসূচিতে ব্যানার, প্ল্যা কার্ড প্রদর্শন করে বিশিষ্ট ব্যক্তিত্ব, শিশু এবং প্রাপ্তবয়স্কদেরকে নিয়ে একটি গণ আয়োজন করা হবে। পাশাপাশি ২০ সেপ্টেম্বর বেসরকারি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের অংশ গ্রহণে চাইল্ড কেয়ার প্রতিষ্ঠানের শিশুদের তৈরি হস্তশিল্পের প্রতিভার প্রদর্শনী করা হবে। এতে ২৪ সেপ্টেম্বর শিশু সুরক্ষা উদ্যোগ নিয়ে অনুষ্ঠিত হবে সিগনেচার ক্যাম্পেইন। ২৫ সেপ্টেম্বর স্পর্শকাতর এলাকা গুলিতে শিশু সুরক্ষার বিষয়গুলি নিয়ে পথনাটিকার আয়োজনের ব্যবস্থা করা হবে। ২৬ সেপ্টেম্বর শিশু সুরক্ষার প্রচার সম্বলিত হোডিং জেলা আয়ুক্ত কার্যালয়, সিভিল হাসপাতাল,  বাস স্ট্যান্ড, বাজার ও অন্যান্য জন সমাগম এলায় লাগানো হবে। এতে ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু সুরক্ষার বিষয়গুলির প্রচারের ব্যবস্থা থাকছে। এদিকে ৪ অক্টোবর সংবাদ মাধ্যমের সাথে এ বিষয়ে সচেতনতা সভা করা হবে। ১৫ অক্টোবর শিশু সুরক্ষার বার্তা সম্বলিত দেওয়াল পেইন্টিং চলবে। এতে ১৬ অক্টোবর চাইল্ড কেয়ার প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে। ২২ অক্টোবর তারিখে জেলার গ্রাম ও উন্নয়ন খন্ড এলাকায় শিশু সুরক্ষার বার্তা প্রচার করতে এলইডি বিলবোর্ড যুক্ত একটি মোবাইল ভ্যানের যাত্রা শুরু করা হবে। এছাড়া ২৬ অক্টোবর চাইল্ড কেয়ার প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিশু সুরক্ষার বিষয় নিয়ে অংকন, কুইজ, বিতর্ক এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিনের সভায় জেলা আয়ুক্ত শিশু সুরক্ষা সচেতনতা প্রচার জোরদার করতে স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যাংক ইত্যাদির কাছ থেকে স্পন্সরশিপ গ্রহণ করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি শিশু সুরক্ষার বিষয়ে থাকা বিভিন্ন আইনি ব্যবস্থাগুলি সম্পর্কে জেলা আইন সেবা কর্তৃপক্ষকে সচেতনতা শিবির আয়োজন করতে আহবান জানান। তিনি শ্রম আধিকারিককে আগত শুকনার মরশুমে ইট তৈরির কারখানাতে যাতে কোন শিশুকে শ্রমিক হিসেবে নিয়োগ করা না হয় তা কঠোরভাবে সুনিশ্চিত করতে নির্দেশ দেন। এতে তিনি হোটেল, কারখানা ইত্যাদিতেও শিশু শ্রমিক নিয়োগের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বলেন। পাশাপাশি শিশু সুরক্ষায় প্রতিটি বিভাগকে তাদের পক্ষ থেকে করণীয় বিষয়গুলি সম্পর্কে গুরুত্ব আরোপ করতে বলেন। এ দিনের সভায় এডিসি মিনার্ভা দেবী আরামবাম, ডিএসপি নারায়ণ বড়ো, জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব মনিকা বড়ো, শ্রম আধিকারিক ভি চিনজাহ, স্বাস্থ্য বিভাগ থেকে ডা. আর এ বেগম, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম, জেলা পরিষদের বাস্তুকার দেবাশীষ দেব চৌধুরী, দীনেশ চন্দ্র দেব স্মৃতি চিল্ড্রেন হোমের কর্ণধার দেবাশীষ চন্দ্র দেব, সিপিও দেবযানী দাস ও অন্যান্য বিভাগীয় কর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *