মুর্শিদাবাদ, ১১ সেপ্টেম্বর (হি.স.): নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের দাবি তুলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল তৃণমূল কংগ্রেস। আন্দোলনেও সামিল হয়েছেন তাঁরা। বর্তমানে ফরাক্কায় মুর্শিদাবাদ ও মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির বিক্ষোভ কর্মসূচি চলছে। তাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান এবং জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা প্রমুখ। অবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছেন।
2024-09-11