আগরতলা, ১০ সেপ্টেম্বর : বন্যা দুর্গতদের বিভিন্ন সাহায্যের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট গণডেপুটেশনে মিলিত হয়েছে সি পি আই (এম)। এদিন তারা মিছিল করে জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে।
প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন। সিপিআইএমের তরফ থেকে রাজ্য সরকারের নিকট বন্যায় দূর্গতদের বিভিন্ন সাহায্যের জন্য দাবি জানিয়েছে। কিন্তু এখন পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত মানুষ সরকারের সাহায্য পায় নি। এরই দাবিতে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট গণডেপুটেশনে মিলিত হয়েছে সি পি আই (এম)।
সিপিআইএমের তরফ থেকে দাবি জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য সহ কাজ, খাদ্য, পুনর্বাসন, কৃষকদের জমি এবং গবাদি পশু সহ বিভিন্ন দাবি জানিয়েছে।