কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): শিক্ষক দিবসের দিন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল আই এন টি ইউ সি (ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস) সেবাদল। বুধবার ধর্মতলার জনতার আদালতে সন্দীপ ঘোষের প্রতীকী ফাঁসি কার্যকর করে এই সেবাদল।
সন্দীপ ঘোষকে শিক্ষক নামের কলঙ্ক বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, শিক্ষকতা একটি সম্মানজনক পেশা এবং একজন শিক্ষক ছাত্রছাত্রীদের অভিভাবক, পথপ্রদর্শক। কিন্তু সন্দীপ ঘোষ সেই মর্যাদাকে কলুষিত করেছেন। যদিও আইনতভাবে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনও শাস্তি ঘোষণা করা হয়নি, জনতার আদালতে এই সেবাদল তার ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে বলেন, “শিক্ষক দিবসের মতো এক বিশেষ দিনে আমরা সমাজকে দেখাতে চেয়েছি যে, এমন কলঙ্কজনক কাজের জন্য আমাদের পক্ষ থেকে কোনও ছাড় নেই। জনতার আদালত সন্দীপ ঘোষকে শাস্তি দিয়েছে, এবং আমরা তা ধর্মতলায় প্রতীকী ফাঁসির মাধ্যমে কার্যকর করেছি।”
প্রতীকী ফাঁসির এই অভিনব প্রতিবাদ ইতিমধ্যেই নানা মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি। যদিও আইনি প্রক্রিয়ায় তিনি এখনও অবধি কোনও শাস্তি পাননি, কিন্তু জনতার আদালত তাঁর জন্য এই শাস্তি ঘোষণা করেছে।
এই অভিনব প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আই এন টি ইউ সি সেবাদল সমাজের কাছে শিক্ষকতার গৌরব রক্ষার বার্তা দিতে চেয়েছে। শিক্ষক দিবসে এরকম এক ব্যতিক্রমী প্রতিবাদ কার্যত সমাজের নানা মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি বা প্রশাসনিক তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।