রাত দখল অভিযানে শ্যামবাজারে হেনস্তার পর ক্ষোভ ঋতুপর্ণার

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে গিয়ে বুধবার রাতে তুমুল বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমে এ ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন তিনি।

রাতে সমাবেশে অভিনেত্রীর গাড়িতেও ব্যাপক হামলা চালানো হয়। পরিস্থিতি বেগতিক হওয়ায় কোনওক্রমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন অভিনেত্রী। এ ব্যাপারে ঋতুপর্ণা বলেন, ”আমি এবং আমরা সকলেই চাই, দ্রুত অভয়া বিচার পাক। একটা নারীর সম্মানের বিচার চাইতে গিয়ে আরেক নারীকে হেনস্তা করে অসম্মান করায় কী বীরত্ব রয়েছে?”

ঋতুপর্ণা বলেন,  ”আপনারা দেখবেন, গত ১৫ দিন আমি এতটাই মর্মাহত ছিলাম যে, কোনও ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করিনি। অ্যাকটিভই ছিলাম না তেমন। আমরা এই আন্দোলন কনস্ট্রাকশনের বদলে ডিকনস্ট্রাকসনের দিকে নিয়ে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য কী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *