নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): সবুজ ভবিষ্যতের জন্য বিশ্বের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবে একথাই জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রথম আন্তর্জাতিক সৌর উৎসব-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ” ভারত সবুজ ভবিষ্যতের জন্য বিশ্বের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত বছর জি-২০ চলাকালীন, আমরা গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স তৈরি করেছি। একটি অন্তর্ভুক্তিমূলক, পরিচ্ছন্ন এবং সবুজ গ্রহ গড়ে তোলার প্রতিটি প্রচেষ্টায় ভারতের সমর্থন থাকবে।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “সৌর সেক্টরে ভারতের প্রবৃদ্ধি সুস্পষ্ট পদ্ধতির ফল। ভারত হোক অথবা বিশ্ব, সৌর গ্রহণ বাড়ানোর মন্ত্র হল সচেতনতা, প্রাপ্যতা এবং সামর্থ্য। আমরা সৌর সেক্টরে দেশীয় উৎপাদনকে উৎসাহিত করে সুস্থায়ী শক্তি সম্পদের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছি।”
2024-09-05