মুর্শিদাবাদ, ৫ সেপ্টেম্বর (হি.স.): বন্দুক দেখানোর সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে এক কিশোরীর বুকে লাগায় তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃতার নাম মুসলেমা খাতুন। বয়স ১০ বছর। তার আসল বাড়ি কূপিলা গ্রামে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ঘোড়ামারা ঘাটপাড়ায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুসলেমা ঘোড়ামায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। ঘটনার সময় পাশের বাড়ির যুবক রাজু মন্ডল তাঁর এয়ারগানটি পরিষ্কার করছিল। ওই সময় সেখানে পৌঁছে বন্দুকের ব্যাপারে কৌতুহল প্রকাশ করে মুসলেমা। তখন রাজু সেটা দেখানোর চেষ্টা করে। দেখায় কীভাবে ট্রিগার টিপলে গুলি চলে। আর সেটা দেখাতে গিয়েই বিপত্তি ঘটে।
অসাবধানতায় গুলি লেগে গুরুতর আহত হয় কিশোরী। ওই অবস্থায় তাকে দ্রুত ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মুসলেমাকে মৃত বলে ঘোষণা করেন।