কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স. ) : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তদন্তের কাজের নীরবতা পালন করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, নীরবতা পালন করে চলেছে সিবিআই। ৫৫০ ঘন্টা পার হয়েছে। যদিও কলকাতা পুলিশের হাত থেকে মাত্র ৪ দিনের মধ্যেই হস্তান্তর করা হয়েছে আর জি কর হাসপাতালের তদন্তের দায়িত্ব। ২৩ দিন ধরেই সিবিআই তদন্তের কাজে নেমেছে। যদিও এ পর্যন্ত কোনও হদিস দিতে পারে নি, দীর্ঘসূত্রিতা নিয়েই মূলতঃ প্রশ্ন তুলেছেন তাঁরা। মেট্রোপলিটনে দলের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। “নক্কারজনক” ওই ঘটনা উল্লেখ করে শশী বলেন, কোনও আপডেট নেই। সরকারিভাবে সিবিআই সাংবাদিক সম্মেলন ডেকে অগ্রগতি সম্পর্কে কোনও তথ্য জানায়নি। রাজ্য বাসী সত্য জানতে আগ্রহী। খুনের ঘটনার পাশাপাশি হাসপাতালে ভাঙচুর থেকে সম্পূর্ণ সরে গিয়ে প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে বরং দুর্নীতি মামলায় যুক্ত করা হয়েছে। অভিমুখ বদলের ও কড়া সমালোচনা করেন তিনি। মন্ত্রী শশী পাঁজা বলেন, ধর্ষণ বিরোধী বিল আনা হয়েছে ও চরম শাস্তির প্রতিবিধানের কথা বলা রয়েছে এবং তা পাশ হয়েছে।
2024-09-05