পাকিয়ং, ৫ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব সিকিমের পাকিয়ং জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নীচে পড়ে গেল সেনাবাহিনীর একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ সেনা জওয়ানের। আহত হয়েছেন একজন জওয়ান। তাঁকে রাঙলি সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব সিকিমের পাকিয়ং জেলার দালাপচাঁদে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় ৩ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জালুক আর্মি ক্যাম্প থেকে দালাপচাঁদ যাওয়ার পথে সেনাবাহিনীর একটি গাড়ি ৩০০ ফুট নীচে পড়ে যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন
2024-09-05