কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব রেলের হাওড়া ডিভিশন থেকে এক জোড়া কাটোয়া লোকাল ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় এই দুই স্টেশনের মাঝে মেন লাইনে রেললাইন সংস্কার ও মেরামতির কাজ চলবে। এর ফলে আগামী ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না। ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ৩৭৭৫১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল বাতিল থাকবে। এছাড়াও ৩৭৭৪৯/৩৭৭৪৮ ব্যান্ডেল – কাটোয়া – ব্যান্ডেল এর মধ্যেই যাতায়াতকারী ০১.০১/০২.১০ মিনিটে লোকাল ট্রেনের যাত্রা মাঝপথে সংক্ষিপ্ত করে অম্বিকা কালনা পর্যন্ত যাতায়াত করবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ব রেলের জনসংযোগ দফতরের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
2024-09-05