নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): প্যারিস প্যারালিম্পিকে সাফল্যের জন্য শরদ কুমারকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার প্রধানমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “শরদ কুমার প্যারালিম্পিক ২০২৪-এ পুরুষদের হাই জাম্প টি৬৩-এ রৌপ্যপদক জিতেছেন! তিনি তাঁর ধারাবাহিকতা এবং শ্রেষ্ঠত্ব জন্য প্রশংসিত। তাঁকে অভিনন্দন। তিনি সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছেন।”
2024-09-04

