মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.): বিমানবন্দরের কর্মীর সঙ্গে অশোভন আচরণ। তার জেরে যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ। অভিযুক্ত যাত্রীকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে।
জানা গেছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক কর্মীর সঙ্গে অশোভন আচরণ করে এক যাত্রী। বিষয়টি তখনই সিআইএসএফ-কে জানায় বিমান সংস্থার আধিকারিক। এরপর ওই যাত্রীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বিবৃতি দিয়ে জানিয়েছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।