“অসাধারণ মান”, সুন্দর সিং গুর্জারের সাফল্যে বার্তা নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, , ৪ সেপ্টেম্বর (হি.স.): “সুন্দর সিং গুর্জারের অসাধারণ মান।” এই ভাষাতেই সফল ক্রীড়াবিদকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার প্রধানমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, প্যাারালিম্পিক ২০২৪-এ পুরুষদের এফ৪৬ বিভাগে জ্যাভলিন নিক্ষেপে তিনি ব্রোঞ্জ এনেছেন! তাঁর উৎসর্গ এবং নিক্ষেপ অসামান্য। এই অর্জনের জন্য অভিনন্দন!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *