পাটনা, ৪ সেপ্টেম্বর (হি.স.): নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বুধবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, বিহারে ক্রমাগত অপরাধ বেড়েই চলেছে, কিন্তু সরকার কর্ণপাত করছে না। বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, “বিহারে ক্রমাগত অপরাধ বাড়ছে, কিন্তু সরকার কোনও কর্ণপাত করছে না, কেউ আক্রান্তদের পরিবারের কাছেও যায় না। আমরা অনেক অপরাধের দৃশ্য পরিদর্শন করেছি, আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শুরু থেকেই বলে আসছি, তাঁরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না।”
2024-09-04