শুক্রবার দুদিনের সফরে জম্মু যাচ্ছেন অমিত শাহ

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.): আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুদিনের সফরে জম্মু যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জম্মুতে রাজনৈতিক সমাবেশে ভাষণ দেওয়ার পাশাপাশি দলের ইস্তেহারও প্রকাশ করবেন।

বিজেপি জম্মু ও কাশ্মীরের সাধারণ সম্পাদক অশোক কৌল বলেছেন যে, অমিত শাহ ৬ সেপ্টেম্বর জম্মুতে একটি সমাবেশে দলের ইস্তেহার প্রকাশ করবেন। কৌল বলেন যে, অমিত শাহ দুদিনের সফরে জম্মুতে রাজনৈতিক সমাবেশে ভাষণ দেবেন। তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে। শাহের এই জম্মু সফরে দলীয় প্রার্থী এবং কর্মীদের মনোবল বাড়বে বলে বলে করছে দলের নেতৃত্ব।