ব্রুনেই দারুসসালাম, ৪ সেপ্টেম্বর (হি.স.): সফল ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়া থেকে বিশেষ বিমানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সে দেশে বসবাসরত প্রবাসী ভারতীয়রা।সিঙ্গাপুর সফরে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। ৪-৫ সেপ্টেম্বর সিঙ্গাপুর সফরে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। সিঙ্গাপুর সফর শেষে মাতৃভূমিতে ফিরে আসবেন প্রধানমন্ত্রী।
2024-09-04