মহারাষ্ট্রে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন আদিত্য ঠাকরের

মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.): নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন মহারাষ্ট্রের একাধিক এলাকা। বৃষ্টির জেরে ইতিমধ্যেই ৪ জন মারা গেছেন এবং ১৭ জন আহত হয়েছেন। বন্যায় মহারাষ্ট্রের অন্তত ৬৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিবসেনা (ইউবিটি) বিধায়ক আদিত্য ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে প্রবল বৃষ্টিতে কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে। আমরা আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যাচ্ছি। এই সময়ে কৃষকদের সহায়তা প্রয়োজন। এই কঠিন সময়ে তাদের পর্যাপ্ত সাহায্য দরকার। আমরা প্রথমে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সাহায্যের জন্য অনুরোধ জানাবো। আমাদের লক্ষ্য রাজনৈতিক লাভ ওঠানো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *