নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): উদ্ধার অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন উপকূলরক্ষী বাহিনীর তিন কর্মী। সোমবার রাতে আরব সাগরে একটি মোটর ট্যাঙ্কারের কর্মী গুরুতর আহত হয়েছিলেন। তাঁকে উদ্ধার করতেই উপকূলরক্ষী বাহিনীর একটি দল হেলিকপ্টারে করে রওনা দেয়। সেই সময় জরুরি অবতরণ করতে হয়েছিল হেলিকপ্টারটিকে। সেই সময়েই বিপত্তি ঘটে। জরুরি অবতরণের সময় ভেঙে পড়ে হেলিকপ্টারটি। তখন থেকেই উপকূলরক্ষী বাহিনীর তিন কর্মী নিখোঁজ। মোটর ট্যাঙ্কারে গুরুতর আহত এক কর্মীকে উদ্ধারের জন্য সোমবার রাত ১১টা নাগাদ একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল। অঞ্চলটি গুজরাটের পোরবন্দরের উপকূল থেকে ৪৫ কিলোমিটার দূরে।
2024-09-03

