পয়েন্ট তালিকা : এ ডিভিশন লীগ ফুটবল
দল ম্যাচ জয় পরা: ড্র গোল পয়েন্ট
টাউন ক্লাব ১ ১ ০ ০ ২-০ ০৩
এগিয়ে চল ১ ১ ০ ০ ২-১ ০৩
ব্লাডমাউথ ১ ১ ০ ০ ১-০ ০৩
লালবাহাদুর ১ ০ ০ ১ ১-১ ০১
ত্রিবেণী সংঘ ১ ০ ০ ১ ১-১ ০১
ফরোয়ার্ড ১ ০ ০ ১ ০-০ ০১
রামকৃষ্ণ ক্লাব ১ ০ ০ ১ ০-০ ০১
নাইন বুলেটস ১ ০ ১ ০ ১-২ ০০
জুয়েলস অ্যা: ১ ০ ১ ০ ০-১ ০০
ফ্রেন্ডস ইউ: ১ ০ ১ ০ ০-২ ০০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ঐতিহ্যবাহী টাউন ক্লাবেরও দারুণ সূচনা। দুই গোলের ব্যবধানে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে প্রথম ডিভিশন লীগে অভিযান শুরু করেছে ফুটবল মাঠে ঐতিহ্যমন্ডিত টাউন ক্লাব। হারিয়েছে ফ্রেন্ডস ইউনিয়নকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের প্রথম খেলায় টাউন ক্লাব দুই গোলে জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। খেলার দুই অর্ধে বিজয়ী দল একটি করে গোল করেছে। অংশগ্রহণকারী দশটি দলের মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষে শনিবার এই জয়ের সুবাদে টাউন ক্লাব তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছে। গোলের শুরু খেলার ২১ মিনিটের মাথায়। প্রথমার্ধে বয়ার জমাতিয়ার গোলেই টাউন ক্লাব লীড নেয়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল টাউন ক্লাবকে জয় নিশ্চিত করে দেয়। খেলার ৭৯ মিনিটের মাথায় এস. চিত্তরঞ্জনের গোলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। পক্ষান্তরে ফ্রেন্ডস ইউনিয়নের খেলোয়াররা প্রথমার্ধে ধীরেসুস্থে আক্রমণ রচনা করলেও সাফল্য পায়নি। দ্বিতীয়ার্ধে প্রতিরোধের পাশাপাশি গোল পরিশোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি। উপরন্ত দ্বিতীয়ার্ধের খেলায় বিজিত ফ্রেন্ডস ইউনিয়নের বিশাল জমাতিয়া, জয় কুমার জমাতিয়া ও বালক সাধন জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। বিজয়ী দলের পেয়েছে রতন কিশোর জমাতিয়া পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত, তপন কুমার নাথ ও বিপ্লব সিং।