আগরতলা, ৩১ আগস্ট: জিরানিয়া মহকুমার অধীন মান্দাই আই এস এর রশিরাম পাড়া এলাকার রশিরাম স্কুলের এক ছাত্রের বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার রশিরাম একাডেমীর ছাত্র আয়ুষ দেববর্মা স্কুলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনায় শনিবার মান্দাই বিদ্যুৎ সাব ডিভিশনের সিনিওর ম্যানেজার অমরেন্দ্র দেববর্মা জানান, রশিরাম একাডেমীর বিদ্যুতের লাইন কাটা ছিল ২১ হাজার ৯৩ টাকা বিদ্যুৎ মাশুল না দেওয়ার কারণে ২০১৯ সালের ১১ মার্চ থেকে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি করে স্কুল চালাত ।
সেই হুক লাইনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রশিরাম একাডেমির ছাত্র আয়ুষ দেববর্মার। যার বয়স মাত্র ১২ বছর।রশিরাম একাডেমির বিদ্যুৎ চুরি এবং এই বিদ্যুৎ চুরির কারণে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক ছাত্র আয়ুষ দেববর্মার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে ।