প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে রাজঢ়ে শ্রেষ্ঠ পঞ্চায়েত সমিতি হিসেবে গড়ে তুলতে হবে : রাজীব ভট্টাচার্য্য

আগরতলা, ৩১ আগস্ট:  প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে বিশালগড় পঞ্চায়েত সমিতিকে রাজ্যের শ্রেষ্ঠ পঞ্চায়েত সমিতি হিসেবে গড়ে তুলতে হবে। শনিবার বিশালগড় পঞ্চায়েত  সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। 

 শনিবার বিকেলে বিশালগড় ব্লকের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে অফিসটিলার নতুন টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে  বিজেপি দলের প্রদেশ  সভাপতি রাজিব ভট্টাচার্যী, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব, গোলাঘাটির প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । 

অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত ১৫ জন সদস্যরা শপথ গ্রহণ করেন। সেই সাথে চেয়ারপার্সন  হিসেবে নির্বাচিত হয়েছেন অতুসী দাস এবং  ভাই চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন ছন্দা দেববর্মা।  শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে বিশালগড় পঞ্চায়েত সমিতি কে রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ পঞ্চায়েত সমিতি গড়ে তোলার জন্য নবনির্বাচিত সদস্যদের পরামর্শ দিলেন  প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *