আগরতলা, ৩০ আগস্ট : রাজ্যের বন্যা দুর্গত মানুষদের সহায়তার জন্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁর ১ মাসের বেতন ২ লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সরকারি আবাসে আজ সন্ধ্যায় রাজ্যপালের পক্ষে মুখ্যমন্ত্রীর হাতে রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা ২,৬৬,৮০০ টাকার চেক তুলে দেন। রাজভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।
2024-08-30