BRAKING NEWS

বন্যাজনিত উদ্ভুত পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদলের সাথে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক

আগরতলা, ২৮ আগস্ট : রাজ্যের বন্যাজনিত উদ্ভুত পরিস্থিতি খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিনিধিদল আজ রাজ্যে এসে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (ফরেনার্স ডিভিশন) বি সি যোশীর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি আজ সন্ধ্যায় মহাকরণের কনফারেন্স হলে রাজ্যের বন্যা পরিস্থিতিজনিত বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকের শুরুতেই রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে গত ১৯ আগস্ট থেকে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির এক সচিত্র প্রতিবেদন কেন্দ্রীয় প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন। বৈঠকে পূর্ত (সড়ক ও গৃহ) এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সংশ্লিষ্ট দপ্তরের ক্ষয়ক্ষতি ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। বন্যার ফলে সমগ্র রাজ্যের রাস্তাঘাট, কালভার্ট যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতির চিত্র তিনি তুলে ধরেন। বিদ্যুৎ, পানীয়জল ও স্বাস্থ্যবিধান এবং জলসম্পদ দপ্তরের সচিব অভিষেক সিং নিজ নিজ দপ্তরের ক্ষয়ক্ষতির তথ্য সম্বলিত বিবরণ তুলে ধরেন। বৈঠকে কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জেলাভিত্তিক কৃষির ক্ষয়ক্ষতির তথ্য বৈঠকে তুলে ধরেন। এছাড়াও কৃষি কাজের জন্য জমি প্রস্তুতকরণ এবং দপ্তরের পরবর্তী পদক্ষেপসমূহ নিয়ে তিনি আলোচনা করেন।

বৈঠকে মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব এন সি শর্মা সংশ্লিষ্ট দপ্তরের ক্ষয়ক্ষতির তথ্য সম্বলিত চিত্র তুলে ধরে আলোচনা করেন। বৈঠকে আন্তঃমন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ও বিভিন্ন বিষয়ে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে মতবিনিময় করেন। তাছাড়াও বৈঠকে রাজ্য সরকারের পরিবহণ, খাদ্য, ও পরিকল্পনা দপ্তরের সচিব ও আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

ReplyForwardAdd reaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *