নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): গুজরাট ও মধ্য মহারাষ্ট্ৰে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বৃষ্টি দুর্যোগের আশঙ্কা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং তটীয় কর্ণাটক ও গুজরাটে। ২৮ আগস্ট, বুধবার দেশের এই অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ইতিমধ্যেই ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সৌরাষ্ট্র ও কচ্ছে ২৯ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ৩০ আগস্টও সৌরাষ্ট্র ও কচ্ছে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
2024-08-27