নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট:
মানব পাচারকারীদের হাত ধরে বাংলাদেশ থেকে সীমান্ত ডিঙিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। অনুপ্রবেশকালে বিএসএফের জওয়ানরা আরো দুই বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়েছে। সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও মানব পাচারকারীদের হাত ধরে প্রতিনিয়তই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে।
একইভাবে আমতলী থানার অন্তর্গত নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে সীমান্ত কাঁটাতার বেড়া ডিঙিয়ে রাজ্যে প্রবেশ করার সময় রবিবার ভোরে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক হয় দুই বাংলাদেশি যুবক। সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা রবিবার দুপুরে বিধান বড়ুয়া এবং ঋতু বড়ুয়া নামে দুই বাংলাদেশী নাগরিকদের আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয়।
আমতলী থানার পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা নিশ্চিন্তপুর এলাকার স্বপন মিয়া এবং সোহেল মিয়া তাদেরকে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে আসতে সব রকমের সহযোগিতা করেছে।
পুলিশ তাদের স্বীকারোক্তিতে রবিবার স্বপন মিয়া এবং সোহেল মিয়া নামের দুই মানব পাচারকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আমতলী থানার পুলিশ রবিবার সন্ধ্যায় ২ বাংলাদেশী নাগরিক এবং দুই মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে। সোমবার দুপুরে আমতলী থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন জানিয়েছেন তাদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।