নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: টিচারস ইউনাইটেড ফর সোশ্যাল সার্ভিস সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সকল সরকারি কর্মচারীদের একদিনের বেতন ভাতা বন্যা পীড়িত মানুষের সাহায্যার্থে প্রদান করার আবেদন জানানো হয়েছে। বর্তমান সময়ে বন্যা পরিস্থিতিতে চারিদিকে জল, গৃহহীন মানুষের আর্তনাদ, ধ্বংস হয়ে গেছে জীবিকা। এ পরিস্থিতি ভয়াবহ, মানবতা আজ সাহায্যের জন্য কাঁদছে।
এই সংকটপূর্ণ সময়ে টি ইউ এস এস
অনুরোধ জানায় রাজ্যের প্রতিটি সরকারি কর্মচারীর এক দিনের বেতন দিয়ে এই বন্যা পীড়িত অবস্থায় সাধারণ জনগণকে সাহায্য করার।