BRAKING NEWS

শিক্ষক ও চিকিৎসক খুনের ঘটনায় রাজধানীতে প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: শিক্ষক এবং চিকিৎসক খুনের ঘটনায় রবিবার রাজধানী আগরতলায় এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে। এদিন রাজধানীর বামপন্থী বুদ্ধিজীবী সদস্যরা একত্রিত হয়ে আর জি কর ঘটনা এবং  রাজ্যের উদয়পুরে শিক্ষক খুনের ঘটনায় প্রতিবাদ মিছিলে শামিল হয়।

এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনী এলাকায় এসে শেষ হয়। দুটি ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তি প্রদান করার দাবি জানানো হয় এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *