নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৫ আগস্ট: গত চার পাঁচ দিনের টানা ভারী বর্ষণের ফলে, জনজীবন একেবারে বিপর্যস্ত এবং শাকসবজি থেকে কৃষকের উৎপাদিত ফসল এমনকি ধান ফসলের জমি ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার। তা ছাড়া লেক, পুকুর জলাশয়ের বিপদ সীমার উপর জল উঠে পাড়, ভেঙ্গে তছনছ করেছে।
ফলে মাছ উৎপাদনকারী সংস্থা এবং যারা মাছ চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্নে লেক পুকুর রেখেছিলেন তাদের মাছ জলের স্রোতে ভেসে গেছে ফলে লক্ষ লক্ষ টাকা তাদের ক্ষতি হয়েছে। তেমনি বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত উত্তর কলম চৌড়া মূর্খিনদার রাস্তা উপর রাবার বাগানের মাটি ধ্বস ভেঙ্গে নেমে রাস্তা চলাচলের অনুপযুক্ত।