ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি সহ সার্বিক কারণে ছয় ইভেন্টের পশ্চিম জেলার ক্রীড়া আসর কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ আগস্ট, দুপুর আড়াইটায় অনূর্ধ্ব ১৭ বাস্কেটবলের সিলেকশন কাম ট্রায়াল তথা কম্পিটিশন, বালক ও বালিকা উভয় বিভাগে অভয়নগর নজরুল স্মৃতি বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। একই দিনে এন এস আর সি সি-তে সকাল দশটায় অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৭ বয়স গ্রুপে দাবার সিলেকশন ট্রায়াল কাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২ সেপ্টেম্বর সকাল দশটায় এনএসআরসিসি-র যোগা হল-এ অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বয়স ভিত্তিক তিনটি গ্রুপের যোগা ইভেন্টের সিলেকশন ট্রায়াল কাম কম্পিটিশন অনুষ্ঠিত হবে একই দিনে বেলা ১১ টায় উমাকান্ত একাডেমির প্রাঙ্গণে অনূর্ধ্ব ১৭ হ্যান্ডবল ইভেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে সিলেকশন ট্রায়াল কাম কম্পিটিশন হবে। ৫ই সেপ্টেম্বর বেলা ১১ টায় এডি নগর স্কুল গ্রাউন্ডে অনূর্ধ্ব ১৭ ভলিবল ইভেন্টে ছেলে ও মেয়ে উভয় বিভাগে সিলেকশন ট্রায়াল কাম কম্পিটিশন অনুষ্ঠিত হবে। একই দিনে সকাল দশটায় এনএসআরসিসি-র জুডো হল-এ অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বয়স ভিত্তিক তিনটি বিভাগে থাংতা ইভেন্টে সিলেকশন ট্রায়াল এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বলা বাহুল্য, প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতির কারণে রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার পার্ট ৩, চার ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ আগস্ট, খোয়াইতে ছেলেদের অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্ট, এনএসআরসিসি-তে অনূর্ধ্ব-১৭ ছেলে ও মেয়েদের টেবিল টেনিস টুর্নামেন্ট; বিলোনিয়াতে অনূর্ধ্ব ১৭ ছেলে ও মেয়েদের বিভাগের কাবাডি এবং ধলাই জেলার আমবাসাতে অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৭ বয়স ভিত্তিক ছেলে ও মেয়ে উভয় বিভাগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবার কথা ছিল। রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে বলে ত্রিপুরার স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমঙ মগ জানিয়েছেন।