ফের ১২জন অবৈধ বাংলাদেশি নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: ফের ১২জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা পশ্চিম থানার পুলিশ লঙ্কামুড়া থেকে এবং লেফুঙ্গা থানার পুলিশ বেরিমুড়া এলাকা থেকে মোট ১২ জন বাংলাদেশকে আটক করেছে। এছাড়া আরও চার ভারতীয় মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

আগরতলা পশ্চিম থানাধীন লঙ্কামুড়া এলাকা থেকে বিএসএফের জওয়ানরা ৫ বাংলাদেশী নাগরিক ও অপর তিনজন ভারতীয় টাউটকে আটক করেছে। সীমান্তে বিএসএফের কঠোর নজরদারি বজায় থাকা সত্ত্বেও  বাংলাদেশী অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা লঙ্কামুড়া সীমান্ত এলাকা থেকে আরো পাঁচ বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তারা কাঁটাতারের বেড়া অবৈধভাবে পার হয়ে এসেছে। আটক বাংলাদেশি নাগরিকদের পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

পুলিশ এ ব্যাপারে নির্ধারিত ধারায় মামলা গ্রহণ করে রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করে। পুলিশ রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মানব পাচারকারী চক্রের সদস্যদের নামধাম উদ্ধারের জন্য চেষ্টা চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার অন্তর্গত বেরিমুড়া এলাকা থেকে গ্রেফতার ৭ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবক এবং এক মানব পাচারকারী অটো চালক। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ  করা হয়েছে।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস।জানা যায় ভারতীয় দালাল অটো চালক অটো দিয়ে দীর্ঘ দিন যাবত মানব পাচার করে আসছেআসছে। তার সঙ্গে আরও রয়েছে। তবে তাদের বিষয়ে মুখ খুলতে নারাজ জীবন বৈশ্য নামে এই মানব পাচারকারী অটো চালক।